চাঁদপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল


স্টাফ রিপোর্টার
চাঁদপুরে প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে প্রেসক্লাবের নিচতলায় হলরুমে এ দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। ইফতার অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুস সালাম।
ইফতার মাহফিলে অংশ নেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মঈনুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটা. অ্যাড. ইকবাল বিন বাশার, ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, বিএম হান্নান, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্টু, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, মির্জা জাকির, কেন্দ্রিয় গণফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাড. সেলিম আকবর, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শেখ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. শাহাদাত হোসেন, চাঁদপুর জেলা সম্পাদক পরিষদের সভাপতি আবদুর রহমান, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবী, ব্যাবসায়ী, শিক্ষক, ব্যাংকারসহ সুধীজন।