স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ফলে সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। গতকাল রোববার রাত ৯টার হাজীগঞ্জ পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু’পক্ষকে সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। তবে যে কোন মুহূর্তে দু’পক্ষ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কর্মীরা।
জানা গেছে, রোববার রাতে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জীবনের এক সমর্থককে মারধর করে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বির সমর্থকেরা। খবর পেয়ে জীবনের সমর্থকেরা জড়ো হয়ে রাব্বির সমর্থকদের ধাওয়া দেয়। এতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় দু’পক্ষের ইট ও কাঁচের বোতল ছোড়াছুড়িতে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কে (কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক) যানবাহন চলাচল এবং ঘটনাস্থলের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জীবন বলেন, ছাত্রলীগ কর্মী আলামিন মাথার চুল ছাঁটাইয়ের উদ্দেশ্যে পশ্চিম বাজারে একটি সেলুনে যান। সেখানে রাব্বির সমর্থকেরা তার উপর অতর্কিত হামলা চালায় এবং তাকে মারধর করে। খবর পেয়ে আলামিনকে উদ্ধারের জন্য ছাত্রলীগের কর্মীরা ছুটে গেলে, রাব্বির সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা করে। এতে দু’পক্ষের সংঘর্ষ বেঁধে যায়।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি বলেন, খবর পেয়ে আমি এইমাত্র এসেছি। তবে জানতে পেরেছি, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের সামনে ছাত্রলীগের কর্মীদের উপর হামলা করার কারণে রাতে হামলাকারীদের সাথে ছাত্রলীগ কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।
সড়ক অবরোধ হয়নি উল্লেখ করে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে কাউকে আটক করা হয়নি।
১ জুলাই, ২০১৯।