হাজীগঞ্জে ভুয়া চক্ষু চিকিৎসক আটক

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে রোগী সেজে ভুয়া চক্ষু চিকিৎসক ধরলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের বিশ্ব রোডস্থ নিউ লায়ন্স চক্ষু হাসপাতালের ভুয়া চিকিৎসক ইমন চৌধুরীকে আটক করেন তিনি।
ইমন চৌধুরীর গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। প্রায় আড়াই বছর ধরে তিনি হাজীগঞ্জে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তিনি ফরিদপুরের একটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন বলেও দাবি করলেও চক্ষু চিকিৎসক সংক্রান্ত কোন সনদপত্র বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়া তার কর্মজীবন হাজীগঞ্জে হলেও স্ত্রী ও সন্তানেরা থাকেন ঢাকায়।
সরেজমিনে গিয়ে জানা গেছে, হাজিগঞ্জ থানার এক কনস্টেবল রোগী সেজে নিউ লায়ন্স চক্ষু হাসপাতালে যান। ওই সময় ভুয়া চিকিৎসক ইমন চৌধুরী তার বাম চোখ অপারেশনের কথা বলেন। অথচ তার চোখে কোন ধরনের সমস্যা ছিলো না।
এদিকে প্রস্তুত থাকা অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন হাসপাতলে হানা দেন। এ সময় ভুয়া চিকিৎসক ইমন চৌধুরী চক্ষু চিকিৎসক সংক্রান্ত সনদপত্রসহ কোন ধরনের কাগজপত্র দেখাতে পারেননি। তিনি চিকিৎসকের পাশাপাশি হাসপাতালে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন বলে নিশ্চিত হওয়া গেছে।
অভিযানে অংশ নেন হাজীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন ও সুমন আহমেদসহ গোয়েন্দা পুলিশ সদস্যবৃন্দ।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন জানান, ভুয়া চিকিৎসক ইমন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে।

২৪ জুলাই, ২০১৯।