স্টাফ রিপোর্টার
মতলব উত্তরে মোহনপুর এলাকায় মেঘনা নদীতে বালুর ট্রলারে চাঁদাবাজি করা অবস্থায় ৭ যুবককে আটক করেছে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল দল। চাঁদাবাজদের নেতা মোহনপুর এলাকার কাজী আবুল হোসেনের ছেলে কাজী মতিন (৩৮) কে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার কোস্টগার্ড টহল সদস্যরা সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টায় মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করেন। এ সময় চাঁদাবাজি করার কাজে ব্যবহৃত একটি স্টিলবডি ট্রলার, ৭টি মোবাইল সেট, আটকদের সাথে থাকা নগদ ৩ হাজার টাকা জব্দ করে কোস্টগার্ড।
আটক চাঁদাবাজরা হচ্ছে- মতলব উত্তর উপজেলার মোহনপুর ও দশানী এলাকার মো. নান্নু (৫৫), মো. মনজু (৩২), মো. হাসান (৩৫), মো. জাকির (৩৫), মো. ইব্রাহীম (৩০), মো. রফিক মিয়া (৬০) ও মো. সাইফুল ইসলাম (২০)।
গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আটকদের নেতা কাজী মতিনকে অর্থদণ্ড প্রদান করেন এবং বাকিদের ছেড়ে দেন।
কোস্টগার্ড জানায়, জব্দকৃত মালামালের মূল্য আনুমানিক ২ লাখ ৬৪ হাজার টাকা।
নিউজের সাথে ছবি – ০৪
২৪ জুলাই, ২০১৯।