স্টাফ রিপোর্টার
‘কাঁধে থাকবে সাম্যের হাত, বন্ধুত্বের প্রণয়ে হবে বিশ্বমাত’ এ স্লোগান ধারণ করে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি-২০০৬ এবং এইচএসসি-২০০৮ এর চাঁদপুর জেলার সব বন্ধুদের নিয়ে আড্ডা। আগামি ১৪ আগস্ট চাঁদপুর শহরের পর্যটন এরিয়া বড় স্টেশন মোলহেডে অনুষ্ঠিত হবে আড্ডা।
১৪ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত দিনব্যাপী আড্ডায় থাকবে বন্ধুদের সাথে উন্মুক্ত পরিচিত হবার সুযোগ, লোগোযুক্ত টি-শার্ট, সব বন্ধু মিলে দুপুরে একসাথে খাবার, ছেলে বন্ধু ও মেয়ে বন্ধুদের আলাদা আলাদা খেলা, সব বন্ধুদের সম্পর্ক অটুট রাখতে এক সাথে ছবি তোলা, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে থাকবে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।
ঐদিন সকাল ১০টার বেলুন উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। রেজিস্ট্রেশনকৃতদের মাঝে টি-শার্ট বিতরণের পর শুভেচ্ছা বক্তবের মাধ্যমে শুরু হবে সবার পরিচয় পর্ব।
উল্লেখ্য, এসএসসি-২০০৬ এবং এইচএসসি-২০০৮ এর চাঁদপুর জেলার বন্ধুদের আড্ডায় অংশগ্রহণেচ্ছুক বন্ধুদের আগামি ৩ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে। রেজিস্ট্রেশন করার জন্য জাকির হোসাইন (০১৭৪৫-০৪৪৪৪৬), মামুন খান (০১৮১৩-৯১২২০১), মিনহাজ উদ্দিন (০১৭৫৭-৮০৫১৬৬), মাসদ রানা (০১৭৪৪-৬৮৯২৬২), রাশেদ রিয়াজ (০১৭৪৬-৮২১৭০৩), সাইফি ইমতিয়াজ (০১৬৭২-৩৯৮৯১৩) এর সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
২৯ জুলাই, ২০১৯।