
গুজব রটিয়ে সুন্দর পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে একটি মহল
…………অতিরিক্ত পুলিশ সুপার
স্টাফ রিপোর্টার
গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা বাবুরহাট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোবাবার সকাল ১০টায় স্কুলে সমাবেশের সময়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আজ তোমাদের সমাবেশ দেখে আমার স্কুল জীবনের কথা মনে পড়েছে। ছোটবেলার স্মৃতি মনে পড়েছে। তোমরা বাংলাদেশের নতুন প্রজন্মের নাগরিক। গুজব রটিয়ে বাংলাদেশের সুন্দর পরিবেশকে একটি মহল নষ্ট করার চেষ্টা করছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, পদ্মা সেতুতে কি মাথা লাগে নাকি রড-সিমেন্ট-বালু লাগে। তাহলে তোমরা বিষয়টি বুঝ যে এটি গুজব। আমাদের এ বিষয়ে সজাগ থাকতে হবে। তোমরা এ ধরনের কিছু দেখলে পুলিশকে গোপনে জানাবে। পদ্মা সেতুর প্রায় ৬০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। আমরা দু’এক বছরের মধ্যে এ সেতু দিয়ে চলাচল করবো। আমরা প্রত্যেক নাগরিক সচেতন হলে এ ধরনের গুজব সমাজে ছড়াবে না। আমরা সবসময় মাদকের বিরুদ্ধে থাকবো। কেউ ইভটিজিংয়ের শিকার হলে পুলিশকে খবর দিবে। কোনভাবেই ১৮ বছরের নিচে বিয়েতে রাজি হবে না। ছেলেরা ২১ বছরের নিচে বিয়ে করবো না।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোশারফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
২৯ জুলাই, ২০১৯।