ফরিদগঞ্জে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন


জীবন রক্ষা এবং পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ করা প্রয়োজন
………..মুহম্মদ শফিকুর রহমান এমপি

নবী নোমান
গতকাল সোমবার দুপুরে ফরিদগঞ্জে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে দেশখ্যাত সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেন, গাছ প্রাকৃতিকভাবে যেহেতু আমাদের রক্ষা করে, তাই আমাদের প্রতিটি নাগরিকের কর্তব্য নিজের বাড়ির আঙ্গিনায় গাছ লাগানো। যাদের জায়গা নেই, তারা বাড়ির ছাদে বাগান করতে পারেন। বৃক্ষরোপণ করার জন্য আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে। তার মানে নিজেদের অস্তিত্ব রক্ষার্থে পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ আবশ্যক।
তিনি বলেন, গাছ নিজে নাইট্রোজেন গ্রহণ করে আমাদের জন্য অক্সিজেন ছেড়ে দিচ্ছে। একটি গাছ যদি ৫০ বছর বেঁচে থাকে তাহলে আমরা বিভিন্নভাবে উপকারভোগী হই, যার অর্থ মূল্য দাঁড়ায় প্রায় ৩৫ লাখ টাকা। জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতাত্তোর বৃক্ষরোপণের জন্য দেশবাসীকে আহ্বান করেছিলেন। অক্সফাম নামে একটি সংগঠনের মাধ্যমে উত্তরাঞ্চলে বনায়ন করেছিলেন। তাই আমরা যারা তার আদর্শ ও অনুসারী তাদের প্রত্যেকের উচিত দেশের স্বার্থে বৃক্ষরোপণে এগিয়ে আসা।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্ল্যা তপাদার, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য খাজে আহামদ মজুমদার, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের জেলা সাধারণ সম্পাদক কামরুল হামান সউদ ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান।
এর আগে সংসদ সদস্যের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন তিনি। পরে আয়োজিত বৃক্ষমেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি।

৩০ জুলাই, ২০১৯।