হাজীগঞ্জে স্কুল ছাত্রীকে ৩ দিন ধরে ধর্ষণের অভিযোগ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ৩ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে থানায় মামলা (নং- ০৫) করা হয়েছে। ধর্ষণের শিকার ঐ ছাত্রী উপজেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
গতকাল শুক্রবার ওই ছাত্রীর মেডিকেল রিপোর্টের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে হাজীগঞ্জ থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে ধর্ষিতার বড় ভাই ৩ জনকে আসামি করে থানায় এ মামলাটি করেন। মামলার আসামিরা হলো- ওই ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পূর্ব ফরাজী বাড়ির আব্দুল লতিফ এবং তার ছেলে সাখাওয়াত হোসেন (২০) ও মীর হোসেন (২৬)।
জানা গেছে, ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার সময় বখাটে সাখাওয়াত প্রতিদিন প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিতো। বিষয়টি তার পরিবারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো পরও সে ক্ষান্ত হয়নি। গত ২৯ জুলাই স্কুলে যাওয়ার পথে সাখাওয়াতসহ তার সহযোগিতার ওই ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য দিয়ে অচেতন করে এবং সিএনজি যোগে তাকে অপহরণ করে নিয়ে যায়।
পরবর্তীতে ওই স্কুল ছাত্রীকে চট্টগ্রামের একটি বহুতল ভবনে ৩ দিন আটক রেখে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং গত ১ আগস্ট ভোর ৪টার দিকে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় তাদের গ্রামের বাড়ির সামনে ফেলে যায় সাখাওয়াত। পরে লোকজনের তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এরপর জ্ঞান ফিরলে ঘটনাটি তার পরিবারকে খুলে বলে ওই ছাত্রী।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, এ ঘটনায় ৩ জনকে আসামি করে নির্যাতিত ছাত্রীর বড় ভাই মামলা দায়ের করেন। ভিকটিমকে মেডিকেল করানোর জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ এবং আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

৩ আগস্ট, ২০১৯।