শাহ্তলী জিলানী চিশতী কলেজে ডেঙ্গু প্রতিরোধে সভা


ডেঙ্গু প্রতিরোধে রাষ্ট্রের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে
….ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে ও জেলা প্রশাসনের আহ্বানে র‌্যালি, মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুর ১২টায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্দেশ দিয়েছেন মশক নিধন করতে পরিচ্ছন্নতা অভিযান চালাতে। তাই আমরা চাঁদপুর জেলার সব প্রতিষ্ঠানে একযোগে মশক নিধন অভিযান শুরু করেছি। মন্ত্রী পরিষদের সাথে ভিডিও কনফারেন্স হয়েছে। অনুষ্ঠানটি শুধু ৪ তারিখ ছিল শিক্ষা প্রতিষ্ঠানে। পরে সম্মিলিতভাবে মশক নিধন অভিযান পরিচালনার জন্য সিদ্ধান্ত নেয়া হয়। তারই প্রেক্ষিতে আজকের এই মশক নিধন অভিযান। সপ্তাহে কমপক্ষে ১ দিন বিদ্যালয় বা কলেজ আঙ্গিনা পরিস্কার করতে হবে। ডেঙ্গু মশার লার্ভা সাধারণত স্বচ্ছ পানিতে পাওয়া যায়। তাই কোন স্থানে ৩/৪দিনের বেশি পানি জমে থাকতে দেয়া যাবে না। ডাবের খোসা, অব্যবহৃত টায়ার, ফুলের টব এ ধরনের বস্তুতে পানি জমে থাকলে দ্রুত অপসারণের ব্যবস্থা করতে হবে।
তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে রাষ্ট্রের পাশাপাশি সব জনগণকে সচেতন হতে হবে। প্রত্যেক পরিবারকে সচেতন হতে হবে। কোন পরিবারকে ডেঙ্গু মশা থেকে নিরাপদ রাখতে পরিবারই মূখ্য ভূমিকা পালন করতে হবে। ডেঙ্গু হলে আতংকের কিছু নেই। সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য। ডেঙ্গুর ব্যাপারে আমরা প্রশাসন সচেতন আছি। প্রাথমিক চিকিৎসা নিয়ে বেশি-বেশি পানি পান ও বিশ্রাম এবং সাথে প্যারাসিটামল ট্যাবলেট খেলেই সেরে যাবে। তাই আতংকিত না হলে সঠিক চিকিৎসা নিলে ডেঙ্গু সেরে যাবে। আমরা সবাই মিলে ডেঙ্গু মশা প্রতিরোধ করবো। কল্লাকাটা গুজব সমাধান হয়েছে। তেমনিভাবে আমরা মশার সমস্যাও সমাধান করব। ডেঙ্গু মশা সাধারণত সূর্য ওঠার ৩ ঘণ্টার মধ্যে কামড়ায়, আর সূর্য অস্ত যাওয়ার সময় কামড়ায়। তাই ঐ সময় সবাইকে সচেতন হয়ে চলতে হবে। তোমাদের বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে যাতে অপরিস্কার না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের সুস্থ থাকতে গরমের সময় প্রচুর পরিমাণ পানি খেতে হবে। অপুষ্টি ও রক্তশূন্যতা দূর করতে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে।
কলেজ মিলনায়তনে গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে ও প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা আক্তার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ বিলাল হোসাইন, সহকারী অধ্যাপক সাহারা আক্তার, সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, সহকারী অধ্যাপক মো. গোলাম সরোয়ার, সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী, সহকারী অধ্যাপক শামীমা আক্তার, প্রভাষক মো. নুরুল বাতেন, প্রভাষক মাও. ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, প্রদর্শক মো. মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো. জিয়াউর রহমান, প্রভাষক মো. হানিফ মিয়া, প্রভাষক মো. মানিক মিয়া, প্রভাষক মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. শাহাদাৎ হোসেন, প্রভাষক মো. মাহবুবুর রহমান, প্রভাষক মো. মনজুরুল আলম পাটওয়ারী, প্রভাষক মনোয়ারা খাতুন, সহকারী লাইব্রেরিয়ান নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা বেগম, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, শিক্ষক মো. রফিকুল ইসলাম পাটওয়ারী, ফাহিমা জাহান, রাবেয়া বেগম, মাও. শহিদুল ইসলাম, বিপুল চন্দ্র নন্দী, মো. ফজলুল করিম, সহকারী লাইব্রেরীয়ান মো. রবিউল আউয়াল খান, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. দিদার হোসেন মিজি, মো. কবির চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিকল্পে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান ও কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সাংবাদিক সোহেল রুশদী নেতৃত্বে র‌্যালি বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে কলেজ প্রাঙ্গণে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে ডেঙ্গু মশার লার্ভা নিধনে ঔষুধ স্প্রে করেন অতিথিরা। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক মাও. ছোহাইল আহমাদ চিশতী।

০৬ আগস্ট, ২০১৯।