ফরিদগঞ্জে ডিবিএল প্রিমিয়ার লীগের ফাইনাল


বিতর্ক শিক্ষার্থীদের মেধা বিকাশে একটি সহায়ক মাধ্যম
……..মমতা আফরিন

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ এআর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় বিতর্ক ক্লাব আয়োজিত ডিবিএল ২০১৯ সিজন ৪ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নাইন গ্ল্যাডিয়েটরস সেভেন চ্যালেঞ্জারসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিতর্কের বিষয় ছিল ‘অর্থ নয় প্রেরণাই প্রতিটি সাফল্যের মূল চাবিকাঠি’।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিতর্ক একটি শিল্প। প্রতিদিনের পাঠ্যক্রমের সাথে সাথে বিতর্ক শিক্ষার্থীদের মেধা বিকাশে একটি সহায়ক মাধ্যম। একজন ভালো বিতার্কিক হতে হলে তাকে প্রচুর পড়াশোনা করতে হয়। তাকে যুক্তিনির্ভর বক্তব্য রাখার জন্য সর্বদা চিন্তা করতে, নতুন নতুন তত্ত্বের কথা বিবেচনা করতে হয়। তাই বিতার্কিকরা তাদের কর্মজীবনে কোথাও ঠেকে না। আমাদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি একজন ভাল বিতার্কিক ছিলেন। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উচিত অন্তত তাকে ফলো করে হলেও বিতর্ক চর্চাকে এগিয়ে নেয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসিনা আক্তার ও সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম।

০৭ আগস্ট, ২০১৯।