মরা মাছ কেড়ে নিলো স্কুলছাত্রের জীবন


স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের কোড়ালিয়ায় দিঘিতে ভেসে উঠা মরা মাছ ধরতে গিয়ে এক স্কুল শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্টে করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টায় শহরের কোড়ালিয়া রোড ভূঁইয়া বাড়ির দিঘিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
জানা যায়, শহরের জামতলা এলাকার হাওলাদার বাড়ির ইদ্রিস হাওলাদারের ছোট ছেলে গণি মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী জিহাদুল হাওলাদার (১২) বিদ্যালয় ক্লাস শেষে পবিত্র ঈদুল আজহার বন্ধ দেয়ায় সে কোড়ালিয়া রোড দিয়ে বাড়ি যাচ্ছিল। এসময় ভূঁইয়া বাড়ির দিঘিতে চাষকৃত একটি কাতল মাছের পোনা মৃত অবস্থায় ভেসে উঠলে জিহাদ হাওলাদার ওই মাছটি পানি থেকে তুলতে যায়। এসময় রাস্তার পাশে থাকা বিদ্যুৎ বিভাগের খুঁটির টানা দেয়া একটি তার ওই পানিতে ছিল। ৩৩ হাজার ভোল্টের মূল বিদ্যুতের তারটি টানা দেয়া তারের সাথে লেগে থাকার কারণে জিহাদ সেখানে ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ইদ্রিস হাওলাদারের ২ ছেলের মধ্যে জিহাদ ছোট। তার এই করুণ মৃত্যুতে জামতলা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিদ্যুতের তারটি পানির মধ্যে রয়েছে।
হাওলাদার বাড়িতে গিয়ে দেখা যায়, তার বাবা-মায়ের আর্তনাদে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

০৮ আগস্ট, ২০১৯।