স্টাফ রিপোর্টার
চাঁদপুর কৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা করেছে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ। গতকাল শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, আজ আমরা কৃষ্ণের জন্ম তিথি উপলক্ষে জন্মষ্টমী উদযাপন করতে যাচ্ছি। আজকের দিনে আমাদের প্রত্যাশা দেশ থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ ইভটিজিং বাল্যবিয়ে মাদকসহ সব অন্যায়-অপরাধ দূর হয়ে যাক। কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন ধর্মের গ্লানি ও পাপীদের বিন্যাসের জন্য। তিনি আজ থেকে প্রায় সাড়ে ৫শ’ বছর আগে কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। এরপর থেকে তিনি সব অন্যায় ও অপরাধের বিরুদ্ধে কাজ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, অর্থ সম্পাদক তমাল কুমার ভৌমিক, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুষীল কুমার সাহা, সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি গোপাল সাহা, সাধারণ সম্পাদক অরূপ কুমার শ্যাম, মডেল থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন, মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক আব্দুর রবসহ অন্যান্যরা।
মঙ্গল শোভাযাত্রাটি চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা মন্দিরে ও জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের শোভাযাত্রা দাসপাড়া মন্দিরে উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
হরিসভা মন্দির, দাসপাড়া, ঘোষপাড়া, পুরাণবাজার হরিজন পল্লী, পালপাড়া, নতুন বাজার গোপাল জিউর আখড়া থেকে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
২৪ আগস্ট, ২০১৯।