চাঁদপুরে নৌকার মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ


স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় নৌ পথের বিভিন্ন ঘাটের নৌকার মাঝিদের মাঝে নৌ যাতায়ত নিরাপদ করতে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুলাহ আল মাহমুদ জামান মোহনা বড়স্টেশন এলাকায় ৩টি ঘাটের নৌকার মাঝির হাতে ১শ’ লাইফ জ্যাকেট তুলে দেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাঝিদের উদ্দেশ্যে বলেন, আপনারা সব সময় সচেতন হয়ে নৌকায় চালাবেন। আবহাওয়া সতর্ক সংকেত দেয়া হলে আপনারা সবসময় নৌকা চলাচল বন্ধ রাখরেন। আপনারা নিজে ও যাত্রীদের লাইফ জ্যাকেট ব্যবহার করার জন্য অভ্যাস তৈরী করবেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম, উজ্জ্বল হোসেন, নৌ-থানার ওসি আবু তাহের খান, পৌরসভার বাজার পরিদর্শক জায়েদুল রহমান জহিরসহ স্থানীয়রা।

২৭ আগস্ট, ২০১৯।