স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরাণবাজারে এক অজ্ঞাত যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার সকালে খবর পেয়ে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে আনজুমান মফিজুল ইসলামের মাধ্যমে দাফন করেছে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। মামলা নং-৪, তারিখঃ ২৬/০৮/২০১৯ইং।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ির পলাশ বড়ুয়া জানান, রয়েজ রোড এলাকার প্রদীপ সাহার নির্মাণাধীন দু’তলা বাড়ির নিচ তলায় অজ্ঞাত (২৫) যুবকটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রদীপ সাহার নির্মাণাধীন ভবনটির দ্বিতীয় তলায় তারা বসবাস করেন। কিন্তু নিচ তলায় এখনো কাজ শেষ হয়নি। স্থানীয়রা এই অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করি। এ সময় স্থানীয়রা জানিয়েছে এই যুবকটি মানসিক ভারসাম্যহীন ছিলো। সে এই এলাকাতেই ঘোরাফেরা করতো।
২৭ আগস্ট, ২০১৯।