স্টাফ রিপোর্টার
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন ২টি মামলায় হাজিরা দিয়েছেন। গতকাল সোমবার তিনি অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরোয়ার আলম এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান জামানের আদালতে মামলার হাজিরা দেন।
জানা যায়, এসসি-৩০১ মামলায় ২০১০-১১ সালের কচুয়ার মহিউদ্দিন কাউসার বাদী হয়ে চাঁদাবাজির এই মামলাটি দায়ের করেন। অপরদিকে জিআর-৭/২০০৬ কচুয়া উপজেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুরের বিষয়ে শহীদুল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন। এ ২টি মামলা সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন হাজিরা দিয়েছেন।
আওয়ামী লীগ অফিস ভাঙচুরের মামলায় ৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান জামান। স্বাক্ষীরা হলেন- মো. শহিদ উল্যাহ, সরোয়ার হোসেন সোহাগ ও শাহআলম। এসসি-৩০১ চাঁদাবাজি মামলায় এহসানুল হক মিলন অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরোয়ার আলমের আদালতে হাজিরা দেন।
এসময় এহছানুল হক মিলনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. সলিম উল্লাহ সেলিম, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, অ্যাড. মাইনুল ইসলাম প্রমুখ।
২৭ আগস্ট, ২০১৯।