মতলব উত্তর ব্যুরো
আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল। গতকাল রোববার সকালে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি।
এ সময় হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু ও অন্যান্য রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। নানা সংকটের মধ্যেও হাসপাতালে সেবার মান সন্তোষজনক থাকায় কর্তব্যরত ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান। একই সঙ্গে সেবার মান আরও ভাল করার তাগিদ দেন।
হাসপাতাল পরিদর্শনকালে নুরুল আমিন রুহুল বলেন, উপজেলা হাসপাতালতে ৩১ শয্যা থেকে ৫০ শয্যা হাসপাতালে রূপান্তরের অবকাঠামোগত উন্নয়ন চলছে। বিল্ডিংয়ের কাজ শেষ হলেই ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সকল সুযোগ সুবিধা পাওয়া যাবে।
চিকিৎসকদের রোগীকে মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করার তাগিদ দিয়ে বলেন, গ্রামের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামাঞ্চলে বেশি করে ডাক্তার নিয়োগ দিচ্ছেন।
এ সময় ডা. ইসমাইল হোসেন, ডা. আল-আমিনসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
০২ সেপ্টেম্বর, ২০১৯।