‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ সাক্ষাৎকার


হায়েনাদের হাত থেকে রক্ষা পায়নি শিশু রাসেলও………………শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

স্টাফ রিপোর্টার
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ মুক্তিযোদ্ধা শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের নিকটজন এবং মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনকারীদের সাথে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, আমি একজন ভাষাবীরের সন্তান হিসেবে অনেক গর্ব করি। আমার অনুভূতি হলো আমি স্বাধীন দেশের একজন নাগরিক। মা, মাটি আর মাতৃভাষা- এই আমার অহংকার। ভাষার জন্য আন্দোলন করতে হয়েছে দীর্ঘ সময়। আর ভাষার জন্য আন্দোলন করেছেন আমার বাবা। তাই বেশি গর্ব করি। আমাদের বাবারা ভাষার জন্য নির্যাতন সহ্য করেছেন, কারাবাস খেটেছেন। আর স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। পাকিস্তানীদের ২৩ বছরের শাসনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৪ বছর কারাবাসে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন বিদেশে থাকায় ‘৭৫ এর ১৫ আগস্ট প্রাণে বেঁচে গেছেন। হায়েনাদের হাত থেকে রক্ষা পায়নি তোমাদের মতো কোমলমতি ছোট শিশু শেখ রাসেল। এখন আর আমাদের রক্ত দিতে হয় না। দেশে গণতন্ত্র এসেছে। তোমাদের এখন দায়িত্ব হলো পড়ালেখা করে মানুষের মতো মানুষ হওয়া। আর আমাদের সবার দায়িত্ব হলো সঠিকভাবে ও সচেতন হয়ে সবক্ষেত্রে দায়িত্ব পালন করা। আমরা সবাই যদি যারযার অবস্থান থেকে সততার সাথে দায়িত্ব পালন করি তবেই সোনার বাংলা প্রতিষ্ঠা পাবে। অতীতের উপর দাঁড়িয়ে আমরা বর্তমানের কথা ভাবলে চলবে না আগামির কথাও ভাবতে হবে। আমরা আগামি বছর মুজিব বর্ষ পালন করবো। পাশাপাশি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো।
এ সময় শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মহসিন পাঠান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সফিউদ্দিন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথ, মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টারসহ আরো অনেকে।
অনুষ্ঠান পরিচালনা করেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী পৃথা ও ঐশী। কোরআন থেকে তেলাওয়াত করেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী অনিক। গীতা পাঠ করেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী রাজনন্দিনী সরকার।

০৮ সেপ্টেম্বর, ২০১৯।