চাঁদপুরে মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন


স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ফার্মাসিস্টদের মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বেটার হেলথ্ ইন বাংলাদেশ (বিএইচবি) প্রকল্পের ফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ (পিসিবি) এবং ম্যানেজমেন্ট সাইসেন্স ফর হেলথ্ (এমএসএইস) আয়োজিত চাঁদপুর জেলা শখার সি-গ্রেড ফার্মাসিস্টদের নিয়ে মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা বিষয়ক এটি ৩য় প্রশিক্ষণ।
গত শনিবার সকাল ৯টায় চাঁদপুর প্রেসক্লাবস্থ এলিট ভোজনে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের ড্রাগ সুপার মৌসুমী আক্তার। তিনি তাঁর বক্তব্যে বলেন, ঔষধ শিল্পে বাংলাদেশ অনেক উন্নত। ফার্মেসীতে আসার পর ঔষধের গুণগতমান নষ্ট হয়ে যায়। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনাদের ফার্মেসী সুন্দরভাবে পরিচালনা করবেন।
বাংলাদেশ সেন্টার ফর কমিনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) মো. মহিতুর রহমান খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা রুহুল আনোয়ার।
সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মকাণ্ড পরিচালনা করেন লোকাল কো-অডিনেটর বিসিসিপি।
কর্মশালার উদ্দেশ্য হলোঃ ওষুধ বিক্রি ও ব্যবহারের সাধারণ, আইনগত ও নীতিগত দিকসমূহ পর্যালোচনা করা। মডেল ফার্মেসী ও মডেল ওষুধের দোকান স্থাপন ও পরিচালনার আদর্শ মানদ- এবং ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান অর্জন করা। ওষুধ ব্যবস্থাপনা ও ওষুধ প্রশাসন সংক্রান্ত বিষয়ে ধারণা অর্জন করা। পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও পরিবেশ এবং স্বাস্থ্যসেবা ও সরকারের ভূমিকা বিশ্লেষণ করা।
উল্লেখ্য, চাঁদপুর প্রেসক্লাবস্থ এলিট ভোজনে ৩টি ব্যাচে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২৪ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রথম ব্যাচ, ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় দ্বিতীয় ব্যাচ। গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয় ২য় ব্যাচ, তা চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

০৯ সেপ্টেম্বর, ২০১৯।