
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হবে বালিয়া ও শাহমাহমুদপুর ইউনিয়ন।
গতকাল রোববার সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করে মৈশাদী ইউনিয়ন পরিষদ ও বালিয়া ইউনিয়ন পরিষদ। খেলার প্রথমার্ধে বালিয়া ইউনিয়ন পরিষদ ১-০ গোলে এগিয়ে থাকে। ৭০ মিনিটের খেলায় এই ১-০ গোলে শেষ হয়। এতে করে ফাইনাল খেলায় অংশগ্রহণের গৌরব অর্জন করে বালিয়া ইউনিয়ন পরিষদ।
বিকেল ৪টায় দ্বিতীয় সেমিফাইনাল খেলায় শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ ও আশিকাটি ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করে। খেলার প্রথমার্ধে ২৫ মিনিটের সময় শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের খেলায় শাহমাহমুদপুর ইউনিয়ন ৫৫ ও ৬৫ মিনিটের মাথায় আরো ২টি গোল করে ৩-০ গোলে আশিকাটি ইউনিয়ন পরিষদকে পরাজিত করে ফাইনাল খেলায় অংশগ্রহণের গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন মাসুম।
১৬ সেপ্টেম্বর, ২০১৯।
