ছাত্ররাই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবে…………………… জিল্লুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে ষোলঘর ল’ প্লাজার সামনে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আগামিতে ছাত্ররাই রাজনীতি করবে। ছাত্ররা ভবিষ্যত বাংলাদেশের নেতৃত্ব দিবে। যারা আজকে পদ-পদবি পেয়ে নেতৃত্বে এসেছেন তাদের উদ্দেশ্যে বলি এখন রাজনীতির ধরন পাল্টে গেছে। আজ রাজা কাল সে ফকির হয়ে যাচ্ছে। স¤্রাটরা ধরা পড়ছেন। এ পরিবর্তনের ডাককে শুনতে হবে। পরিবর্তনের সাথে নিজেকে প্রস্তুত করতে হবে। আগামিদিনের রাজনীতি করবে ভদ্র, মার্জিত ও রুচিসম্মত ছাত্র নেতারা। আগামিদিনের রাজনীতি করবে সৎ নেতৃত্বের অধিকারী নেতারা। সততার চর্চা ছাত্রলীগের এ ইউনিট থেকে শুরু করতে হবে।
তিনি আরো বলেন, আমরা মনে করি ছাত্র রাজনীতি যারা করবে তারা শুধু মিছিল করবে ও শ্লোগান দিবে। এটি ভুল ধারণা ছাত্র রাজনীতি আপনাদের দৈনিন্দিন কাজের একটা অংশ। মনে রাখতে হবে আপনারা আপনাদের সচেতনতাবোধের জায়গা কারণে রাজনীতি করছেন। সেই জায়গাটাকে নষ্ট করবেন না। সমাজের আহ্বানে সাড়া দিতে হবে। শুধু মিছিল ও মিটিং নয় আপনাদের চারপাশের জমে থাকা জঞ্জালকে দূর করতে হবে।
পরিচিতি সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. মোতালেব।
১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাফায়েত খান শুভর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবীর সুমন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, শহর ছাত্রলীগ সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, যুগ্ম সম্পাদক জহির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সিমুল হাসান শামনু, পৌর যুবলীগের সদস্য অ্যাড. কবির হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজীসহ ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
০৮ অক্টোবর, ২০১৯।