চাঁদপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও সভা


আবাসন সংকট সমাধানে সরকার ব্যাপক কাজ করছে…………………মোহাম্মদ শওকত ওসমান

সজীব খান
‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার’ এ শ্লোগানে চাঁদপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে চাঁদপুর সার্কেট হাউজ থেকে র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের মানুষের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যাপকহারে কাজ করছে। দিন যত যাচ্ছে, আমাদের দেশে গৃহহীনদের সমস্যা ততই কমছে। দেশের আবাসন সংকট সমাধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কমতি নেই। তিনি একান্তভাবেই দেশের আবাসন সংকট সমাধানের জন্য বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের একটাই চিন্তা, তা হচ্ছে মানুষের কল্যাণেই কাজ করা।
তিনি আরো বলেন, দেশে দিন-দিন ফসলি জমি নষ্ট হচ্ছে। ফসলি জমি যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মানুষ এখন উর্ধ্বমুখী বাড়ি করছে। উর্ধ্বমুখী বাড়ির জন্যই দেশে প্রতিযোগিতা চলছে। এসব প্রতিযোগিতায় যাতে দেশের পরিবেশ নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অক্সিজেনের চাহিদা পূরণের জন্য গাছ লাগানোর বিকল্প নেই।
তিনি বলেন, আমাদের চারপাশের বর্জ্যকে সম্পদে পরিণত করতে হবে। বিভিন্ন আবর্জনা দিয়ে বর্তমানে গ্যাস উৎপাদন করা যাচ্ছে। বর্জ্যকে সম্পদ বানিয়ে গ্যাস উৎপাদন করতে পারলে আমাদের দেশের গ্যাসের চাহিদা পূরণ হয়ে আন্তর্জাতিক বাজারে বিক্রি করা সম্ভব হবে। এজন্য আমাদের সবাইকে একটু বেশি সচেতন হতে হবে। এক সময় মানুষ পৃথিবীতে বসবাস করতে সমস্যা থাকলেও প্রযুক্তি ব্যবহার করে এখন সে সমস্যা সমাধান হয়েছে।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রকৌশলী আলী হোসেন মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী মো. নূর, মো. জামাল হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. ইমাম হোসেন, জেলা মাকের্টিং অফিসার এনএম রেজাউল করিম, চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ হোসেন প্রমুখ।

০৮ অক্টোবর, ২০১৯।