চাঁদপুর স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ


স্টাফ রিপোর্টার
সাবেক জাতীয় ফুটবল দলসহ ঢাকার বিভিন্ন ক্লাবের সাবেক ফুটবলারদের নিয়ে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচ শেষে স্টেডিয়ামে অংশগ্রহণকারী দু’দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলাল।
চাঁদপুর সোনালী অতীত ক্লাবের ব্যবস্থাপনায় গত শুক্রবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে লালবাগ ভেটারেন্স ফ্রেন্ডস ক্লাবের সাথে এ ফুটবল ম্যাচের আয়োজন করে। দু’দলেই খেলেছেন সাবেক ফুটবলাড়রা।
খেলা চলাকালীন সময়ে দু’দলের খেলোয়াড়দের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণ কিছুক্ষণ পর-পরই দেখছেন ক্রীড়ামোদী দর্শকরা। খেলায় স্বাগতিক চাঁদপুর সোনালী অতীত ক্লাব ৩-১ গোলে লালবাগ ভেটারেন্স ফ্রেন্ডস ক্লাবের সাথে জয়লাভ করে।
প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়া দু’দলের ফুটবলাররা হলেন : চাঁদপুর সোনালী অতীত ক্লাবের আনোয়ার হোসেন মানিক, গোলাম মোস্তফা বাবু, ইফসুফ বকাউল, জাহাঙ্গীর গাজী, জাহাঙ্গীর পাটওয়ারী, আমিণ মোল্লা, জসিম পাটওয়ারী-১, মো. জসিম-২, মুকুল, মিলন, হানিফ বকাউল, মহসিন পাটওয়ারী, নাছির চোকদার, জহির হোসেন, এমদাদ, আলমগীর, লিটন সরকার, পিন্টু ও ওয়াহিদুজ্জামান লাবু।
লালবাগ ভেটারেন্স ফ্রেন্ডস ক্লাবের ওয়াসিম, মো. আদিল, স্বপন, বশির, আবেদ, পলো, সোহেল, আলমগীর, শাহজাহান, মনির, বিপ্লব, কামরুল, ওয়াহিদ, মাসুদ ও জুয়েল।
খেলা শেষে দু’দলের খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট এবং পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাবেক ফুটবলার মনোয়ার হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থা ও চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক আলহাজ শাহির হোসেন পাটওয়ারী, ক্রীড়া সংগঠক ও আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদশা, সোনালী অতীত ফুটবল ক্লাবের কোচ ও সাবেক ফুটবলার বোরহান খান, আনোয়ার হোসেন মাঝিসহ সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং গণমাধ্যমকর্মীরা।

১০ অক্টোবর, ২০১৯।