হাইমচরের সাহেবগঞ্জে নতুন বাজারের উদ্বোধন

সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার সাহেবগঞ্জে নতুন বাজারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টায় সাহেবগঞ্জ নতুন বাজারের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
হাইমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত সরকারের সভাপতিত্বে এবং ইউপি সদস্য মনির গাজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, নদীর করাল গ্রাসে আগের সাহেবগঞ্জ বাজারটি নদীতে বিলীন হয়ে গেছে। এ বাজারের ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান এবং তাদের বসতঘর ও অন্য জায়গায় হস্তান্তর করতে হয়েছে। এসব নদী ভাঙতি মানুষজনের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। তিনি বাজারের সড়ক পাকাকরণসহ বাজারকে গ্রাম হবে শহরে রুপান্তরিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এমএ বাশার, ইউপি সদস্য সৈয়দ হওলাদার।
পরে স্থানীয় লোকজনের মাঝে খাদ্যসামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করেন তিনি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাজার ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
২৬ জুলাই, ২০২০।