চাঁদপুরে মাদকসেবী সোহেল গাজীর কারাদণ্ড

শাহ আলম খান
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক মাদকসেবী মো. সোহেল গাজী (২৭) কে ৩ মাসের কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, সদর উপজেলার সিলন্দিয়া গাজী বাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মো. সোহেল গাজী (পিতা মো. শাহাজাহান গাজী) মাদক সেবনকারীকে গ্রেফতার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ১শ’ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়।
৭ সেপ্টেম্বর, ২০২০।