শাহ আলম খান
ইলিশের বংশ বিস্তারে সুযোগ দেয়ার জন্য সরকার ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত পদ্মা-মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে। সেই আলোকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার এলাকায় জেলা টাস্কফোর্সের ১০টি টিম কাজ করছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মেঘনায় বিশেষ অভিযানে নামেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক টিম। অভিযানে ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৭টি ইলিশ ধরার নৌকা জব্দ করা হয়। একই সময় এসব জাল থেকে ১৫ কেজি ইলিশও জব্দ করা হয়। জব্দকৃত কারেন্টজালগুলো সন্ধ্যায় শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় মেঘনার পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আজ আমরা মেঘনা উপকূলের আনন্দ বাজার, রাজরাজেশ^র ইউনিয়নের চেয়ারম্যান বাজার, ঈদগাঁ ফেরিঘাট, মিনি কক্স বাজার, হরিণাঘাট ও হরিসভা এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় কোন জেলেকে না পাওয়া গেলেও তাদের রেখে যাওয়া ইলিশ শিকারের জন্য ১ লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়। জব্দকৃত ১৫ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযানে স্বেচ্ছাসেবকদের মধ্যে ছিলেন ওমর ফারুক, জাহিদুল হক মিলন, সেলিম রেজা, মাঈনুল ইসলাম, মাছুম বেপারী, জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ৩ দিনের জেলা টাস্কফোর্সের অভিযানে ১৫ জন জেলে আটক হয়েছে। এর মধ্যে ১০ জনের কারাদণ্ড, ১ জনের জরিমানা ও ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
১৮ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে বিপুল পরিমাণ কারেন্টজাল ও নৌকা জব্দ