সজীব খান
চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলেম ওলামাদের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে চাঁদপুর জেলা কাওমী যুব সংগঠনের উদ্যোগে তার শাস্তির দাবিতে মানববন্ধন স্থগিত করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর জর্জকোট সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে জেলা কাওমী যুব সংগঠনের ব্যানারে আলেম-ওলামারা মানববন্ধন করার প্রস্তুতি নিয়ে সাঁড়িবদ্ধভাবে দাঁড়ান। সেখানে তাৎক্ষনিক চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল ও ১৫নং ওয়ার্ড কাউন্সেলর অ্যাড. কবির চৌধুরী উপস্থিত হয়ে তাদের সাথে কথা বলে বিষয়টি আওয়ামী লীগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধান করার প্রতিশ্রুতিতে তারা মানববন্ধন স্থগিত করেন।
চাঁদপুর জেলা কাওমী যুব সংগঠনের সভাপতি আবুল হাসানাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমেদের পরিচালনায় মানববন্ধন স্থগিত ঘোষণা করেন মুফতি সিরাজুল ইসলাম।
এ সময় মাও. লিয়াকত হোসাইন, মুফতি মাহবুব হোসেন, মাও. মোহাম্মদ উল্ল্যাহ খান, শুফতি শাহাদাৎ হোসেন কাশেমী, চাঁদপুর জেলা কাওমী যুব সংগঠনের সহ-সভাপতি হাফেজ ওবায়েদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশেক এলাহী, প্রচার সম্পাদক হাফেজ সাইফুদ্দিন ফরাজী, সহকারী প্রচার সম্পাদক হফেজ মাও. কাজী আবু ইউসুফ, কোষাধক্ষ মুফতি নূরে আলম, হাফেজ আক্তার হোসাইন, হাফেজ খলিলুর রহমান, হাফেজ ইয়াসিন, হাফেজ হেলাল উদ্দিন, হাফেজ আবুল কাশেম, হাফেজ মুফতি তানিম, হাফেজ আবুল খায়ের, হাফেজ সিহাব উদ্দিনসহ বিভিন্ন আলেম-ওলামা উপস্থিত ছিলেন।
১৯ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর জেলা কাওমী যুব সংগঠনের উদ্যোগে মানববন্ধন