নারায়ণ রবিদাস
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের কৃতি সসন্তান ও মাদ্রাসা বোর্ডের সাবেক উপ-পরিদর্শক মরহুম মো.শফিকুর রহমানের কুলখানি আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) তার বাড়িতে অনুষ্ঠিত হবে। গত ১২ জানুয়ারি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিৎসাধীন অবস্থায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মারা যান (ইন্না—রাজিউন)।
মরহুম শফিকুর রহমান ১ জানুয়ারি ১৯৫৪ সালে বালিথুবা গ্রামের মাওলানা জিন্নাতুর রহমানের ঘরকে আলোকিত করে জন্মগ্রহণ করেন। প্রাথমিকের গন্ডি পেরিয়ে তিনি চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কবি নজরুল কলেজ থেকে এইচএসসি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা সিটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
মরহুম শফিকুর রহমানের প্রথম জানাজা মাদ্রাসা শিক্ষাবোর্ড প্রাঙ্গণে, ২য় জানাযা বালিথুবা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এবং ৩য় জানাযা সর্দার বাড়ি ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
০৫ ফেব্রুয়ারি, ২০২১।