জাতীয় ট্যুরিজম অ্যাওয়ার্ড পেলেন চাঁদপুরের কৃতী সন্তান মনিরুল ইসলাম

এস এম সোহেল
বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরারস অ্যাসোসিয়েশন (বিটিইএ) এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজনেস অ্যাওয়ার্ড-২০২০ অনুষ্ঠিত হয়েছে। তাতে জাতীয় ট্যুরিজম অ্যাওয়ার্ড পেলেন গ্যালাক্সী ব্যবস্থাপনা পরিচালক চাঁদপুরের কৃতী সন্তান মনিরুল ইসলাম মনির।
অনুষ্ঠানে ট্যুরিজম অ্যাওয়ার্ড পেয়েছেন কক্সবাজারের গ্যালাক্সী রিসোটের ব্যবস্থাপনা পরিচালক ও চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান মনিরুল ইসলাম হিমেল।
রোটারিয়ান মনিরুল ইসলাম হিমেল এ বছর চাঁদপুর জেলার ২০১৯-২০২০ সালের সেরা করদাতাও নির্বাচিত হয়েছেন। তিনি হোটেল ব্যবসাসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজের সাথে দীর্ঘদিন ধরেই জড়িত রয়েছেন। তিনি যেনো আগামীতে মানুষের সেবামূলক কাজ সহ সকল কিছুতেই যেনো সাফল্যের এ ধারাবাহিকতা ধরে রাখতে পারে এ জন্য চাঁদপুরবাসী সহ সকল শুভাকাঙ্গিদের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাওস্থ পর্যটন ভবনের ব্যাস্কয়েট হলে বিটিইএ’র আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদ, অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের এসপি (লিগ্যাল এন্ড মিডিয়া) মো. ইব্রাহীম খলিল।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমোডোর রাষ্ট্রদূত গুনের উরেইয়া, বেটার ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর মাসুদ এ খান, টোয়াবের প্রথম ভাইস প্রেসিডেন্ট শিবলুল আজম কোরেশি, বিডি ইনবাউন্ড এর প্রথম ভাইস প্রেসিডেন্ট আর. এম. জি নাসির মজুমদার, ইউরোমেড ইএমআরবিআই এর কান্টি ডিরেক্টর প্রফেসর মো. শাহরিয়ার পারভেজ, বাংলাদেশ ট্যুরিজম এন্ড এভিয়েশন মিডিয়া ফোরামের প্রেসিডেন্ট কাজী রহিম শাহরিয়ারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
০৮ ফেব্রুয়ারি, ২০২১।