সরকারি শিক্ষা সফরে ভিয়েতনাম গেলেন সদর উপজেলার মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জাকির হোসেন। গতকাল মঙ্গলবার তিনি ভিয়েতনামায় যান।
জানা যায়, জাকির হোসেন সরকারি আদেশ ‘মডেল স্কুল ম্যানেজমেন্ট প্রাকটিস’ এর জন্য ভিয়েতনাম শিক্ষা সফরে যান। জাকির হোসেন প্রাথমিক শিক্ষা পদক ২০১৬ সালে উপজেলা ও প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি ১৯৭৭ সালের ১০ অক্টোবর চাঁদপুর সদর উপজেলার মৈশাদী গ্রামে জন্মগ্রহন করেন। যে বিদ্যালয়ে তিনি বর্তমানে কর্মরত সে বিদ্যালয় থেকে প্রাথমিক, হামানকর্দ্দী পল¬ীমঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, জিলানী চিশতী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন তিনি।
জাকির হোসেন ২০০৩ সালে প্রাথমিক শিক্ষক হিসেবে দক্ষিণ বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। ছোটকাল থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। বর্তমানে চাঁদপুর সদর উপজেলায় গণিতের মাস্টার ট্রেনার ও শিক্ষক। তিনি শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, জেলা শাখার দপ্তর সম্পাদক ও উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, কমিউনিটি পুলিশিং কমিটি চাঁদপুর সদর উপজেলার যুগ্ম সম্পাদক, মৈশাদী-হামানকর্দ্দী ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
জাকির হোসেন বিবাহিত ও দুই মেয়ে খুশনুমা জাহান মিমহা (৬) ও আশফিয়া জাহান নাজিহা (৪) এর জনক। তার স্ত্রী সেলিনা আকতারও একজন শিক্ষক।
সজীব খান
২৬ জুন ২০১৯