ভোরের চোখ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ কাজে বাধা দেওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবুকে বরখাস্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব খলিল আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ জারি করা হয়।
কাজী হাবিবুর রহমান হাবু রাজধানীর শ্যামপুর থানা আওয়ামী লীগ এবং বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক সমিতির সাধারণ সম্পাদক।
গত ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী এলাকায় অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করতে গেলে ম্যাজিস্ট্রেটকে লাঞ্চিত করেন কাউন্সিলর হাবু। বিষয়টি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানতে পেরে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানান। এই পরিপ্রেক্ষিতি স্থানীয় সরকার মন্ত্রণালয় মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে থাকা অবৈধ ট্র্যাক স্ট্যান্ড উচ্ছেদ করতে গত ১ সেপ্টেম্বর পরিচালিত অভিযানের সময় কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু ট্রাকচালক ও শ্রমিকদের উসকানি দিয়ে উচ্ছেদ কার্যক্রমে বাধা দেন এবং রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এ ছাড়া তিনি দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ‘জনপ্রতিনিধি হিসেবে সিটি করপোরেশনের সম্পত্তি রক্ষা ও যানজটমুক্ত নগরী গড়ায় ভূমিকা না রেখে আপনি জনস্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন; অবৈধ ট্রাক স্ট্যান্ডটি অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ইতিপূর্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আপনাকে একাধিকবার অনুরোধ করলেও আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি এবং যেহেতু আপনার এই অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ধারা ১৩-এর উপধারা (ঘ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সেহেতু স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ১২-এর উপধারা (১)-এর প্রদত্ত ক্ষমতাবলে আপনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে।’
এদিকে কাজী হাবিবুর রহমান হাবু অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। গতকাল তাঁকে দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলাসহ আওয়ামী লীগ নেতারা।