আমরা গুণীশূন্য হয়ে পরছি

হাইমচরে মাহবুবুর রহমান শাহীনের বিভিন্ন কর্মসূচি

স্টাফ রিপোর্টার
বিএনপির করোনা হেল্প সেলের নির্দেশনায় নির্বাচনী আসন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) মাহবুবুর রহমান শাহীনের নিজ উদ্যোগ ও ব্যবস্থাপনায় করোনা সুরক্ষা সামগ্রী ঔষধ, অক্সিজেন, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এছাড়া হাইমচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ মাস্টারের কবর জিয়ারত, হাসপাতাল জামে মসজিদে মিলাদ ও দোয়াসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সমাজসেবক মাহবুবুর রহমান শাহীন।
শনিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় হাইমচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ মাস্টারের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাত, আর্থিক সহায়তা প্রদান এবং তাদের সান্ত¦না দেন মাহবুবুর রহমান শাহিন। পরে বাদ আসর হাইমচর সরকারি হাসপাতাল জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা মসজিদের খতিব করেন মাও. মো. জুলফিকার হাসান মুরাদ।
দোয়া ও মিলাদের আগে মাহবুবুর রহমান শাহীন তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ মাস্টার ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতা। তিনি সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজ তিনি আমাদের মাঝে নেই। গুণীদের সম্মান করতে হবে। আমরা গুণীশূন্য হয়ে পরছি।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আ. জলিল মাস্টার, বিএনপি’র সহ-সভাপতি ইসহাক খোকন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আ. রহমান কবিরাজ, মো. বিল্লাল হোসেন আখন, বিএনপি নেতা আলী আহম্মদ হাওলাদার, হাবিব উল্লাহ চৌকদার, বিশিষ্ট সমাজসেবক মাহবুবুর রহমান শাহীনের সহধর্মিণী শাজিয়া শাহীন, চাঁদপুর পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহনুর বেপারী, জেলা যুবদলের সিনিয়র সদস্য দেওয়ান মো. জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম সোহেল, বন ও পরিবেশ বিষয়ক সস্পাদক ওসমান গনি, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু আহমেদ মোল্লা, কৃষি বিষয়ক সস্পাদক জাহাঙ্গীর প্রধানীয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আলমগীর মাল, যুবদল নেতা আনোয়ার গাজী, সাইফুল, মজিব, হিরন, শহর যুবদল নেতা মো. হুুমায়ূন বেপারী, বিএনপির নেতা মফিক বেপারী, আলী আহমেদ সরকার, গণকবরস্থান ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবিএম ছিদ্দিক (বাচ্ছু), আবু তাহের পাটওয়ারী, গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেন গাজী, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, আজিজ পাটওয়ারী, নাছির সরদার, হাইমচর সাবেক ছাত্র নেতা সরদার নূরে আলম (জিকু), মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, উপজেলা যুবদল নেতা আল আমিন রনি, হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. নেছার সিকদার, রাজু, শামিম, উপজেলা ছাত্রদল নেতা আল-আমিন ও জাকির সরদারসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
হাইমচরের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। সন্ধ্যায় শহরের কালীবাড়ি এলাকায় করোনা সুরক্ষা সামগ্রী ঔষধ, অক্সিজেন, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
২৯ আগস্ট, ২০২১।