আমির হোসেন :
কচুয়ায় হযরত ফাতেমাতুজ জোহরা (রা.) মহিলা দাখিল মাদরাসায় ইবতেদায়ী সমাপনী ও জেডিসি পরীক্ষার্থীদের জন্য আলোচনা সভা, মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় মাদরাসার মিলনায়তনে, মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মনসুর আহমেদ কেনুর সভাপতিত্বে ও মাদরাসার সুপার মনির হোসেন সাঈদের পরিচালনায় বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর কামিল মাদরাসার হেড মুহাদ্দিস ও উক্ত মাদরাসার পরিচালক মাও. নুরুজ্জামান, মাদরাসার সহ-সভাপতি কামাল হোসেন, শিক্ষক মাও. ওমর ফারুক, মো. মহসিন হোসাইন, মাও. মামুন হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন মাদরাসার সব শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার পরিচালক নুরুজ্জামান।