বিপণীবাগে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

এস এম সোহেল
চাঁদপুর শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে পৌরসভার উদ্যোগে শহরের বিপণীবাগ বাজারের অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিপণীবাগ বাজার এলাকায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করে সড়কের পাশে গড়ে উঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদারসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
উচ্ছেদ অভিযান বিষয়ে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার বলেন, চাঁদপুর পৌরসভার প্রশাসকের নির্দেশে এ ধরনের অবৈধ স্থাপনা যারা নির্মাণ করেছে তাদের স্থাপনা স্ব-স্ব উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনার আগে শহরে মাইকিং করেছি। এরপর আজ আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি। এরপরও যারা অবৈধ স্থাপনা সরায়নি তাদের উচ্ছেদ করা হচ্ছে।
তিনি আরো বলেন, আমরা বিপণীবাগ বাজার থেকে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করেছি, পুরো শহরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এই শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন এবং যানজট মুক্ত করতে আমাদের এই উদ্যোগ। পাশাপাশি সড়কের ফুটপাত দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে সব স্থানেই উচ্ছেদ অভিযান চালানো হবে। আশা করি আমাদের উচ্ছেদ অভিযানের মাধ্যমে শহরে শৃঙ্খলা ফিরে পাবে এবং যানজট মুক্ত হবে। তাই জনস্বার্থে আমাদের এই উদ্যোগে পৌরবাসীর সহযোগিতা কামনা করছি।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ বলেন, চাঁদপুর শহরের অতীত ঐতিহ্য রয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবং স্বচ্ছ ও সুন্দর এবং যানজট মুক্ত শহর গড়তে আমাদের এ উদ্যোগ। আমার আশা ও দৃঢ় বিশ্বাস- শহরবাসী এ বিষয়ে আমাদের সহযোগিতার হাত বাড়াবে।
তিনি আরো বলেন, বিপণীবাগ বাজার থেকে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু হলো। পুরো শহরে এ অভিযান চলবে।

১৩ নভেম্বর, ২০২৪।