মাঝ নদীতে ট্রলারে ডাকাতি, অর্ধকোটি টাকা লুট

স্টাফ রিপোর্টার
মেঘনা নদীতে ট্রলারযোগে চাঁদপুর আসা ও শরীয়তপুর যাওয়ার পথে দুই ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে অর্ধকোটি টাকা লুটে নেয় ওই ডাকাত দল। এছাড়া তাদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে চাঁদপুর মেঘনা নদীর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। দুটি ট্রলারে অন্তত শতাধিক জন যাত্রী ছিলো।
ট্রলারে থাকা যাত্রীরা জানান, সকাল ৭ টা ৪০ মিনিট চাঁদপুর থেকে শরীয়তপুরে যাওয়া এবং সকাল ৮টায় শরীয়তপুর থেকে চাঁদপুরে আসার পথে মেঘনা নদীর পশ্চিম পাশে আসার পথে স্পিডবোটযোগে লোকজন এসে ফায়ার করে। এসময় দুটি ট্রলারের শতাধিক যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণের জিনিস, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দল। এসময় কেউ কোন কিছু দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করে ডাকাত দল।
এ বিষয়ে চাঁদপুর সদর নৌ থানার ওসি এ কে এমএস ইকবাল জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থল আমাদের সীমানার বাইরে হওয়ায় ঐ থানায় মামলা হয়েছে।
তিনি আরো জানান, ঘটনাস্থলে গিয়ে দেখি ডাকাত দল চলে গেছে। জানতে পারি ট্রলারের থাকা লোকজনের কাছ থেকে মোবাইল, টাকা ও মালামাল নিয়ে গেছে।

১৫ ডিসেম্বর, ২০২৪।