সজীব খান
চাঁদপুরে স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ১৪টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আব্দুল কাইয়ুম।
তিনি তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণ হলো একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামের প্রতিটি বাড়ি যাদের চেনা তারা হলেন গ্রাম পুলিশ। তাই গ্রাম পুলিশ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। কিন্তু এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব সঠিক ভাবে বাস্তবায়ন করতে ভয় পান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের গ্রাম পুলিশ বাহিনীকে আরো আধুনিকায়ন ও চৌকস করতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। তাই আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে দক্ষ গ্রাম পুলিশ বাহিনীর কোনো বিকল্প নেই। মাসব্যাপী প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান অক্ষরে অক্ষরে পালন ও প্রয়োগ করতে গ্রাম পুলিশ বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করেন তিনি।
সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুরানবাজার পুলিশ ফাঁড়ির অফিসার রাজিব শর্মা।
৪০ দিনব্যাপী গ্রাম পুলিশদের প্রশিক্ষণ শেষে তাদের সার্টিফিকেট ও সেরা পারফরমেন্সের জন্য ৩ জনকে ক্রেস্ট দেওয়ায় হয়। ১০টি ইউনিয়নের মোট ৪০ জন গ্রাম পুলিশ বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
২৫ ডিসেম্বর, ২০২৪।