চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুকবুল হোসেন, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব সর্মা, সমাজসেবা অফিসার জামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান মামুন, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জিল্লুর রহমান জুয়েলসহ প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এমএ কুদ্দুছ রোকন, আশিকাটি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, তরপুরচন্ডী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মুনসুর আহমেদ, বিষ্ণুপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সালামত উল্ল্যাহ খান শাহীন, বাগাদী ইউনিয়ন প্রশানিক কর্মকর্তা শহীদ আলম, বালিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা তাসলিমা বেগম, চান্দ্রা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বশির খন্দকার, ইব্রাহীমপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, হানারচর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ফজলুল হক।
এসময় উপজেলার প্রতিটি ইউনিয়নের দায়িত্বরত প্রশাসন ও উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩০ ডিসেম্বর, ২০২৪।