চাঁদপুর শহরকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করবো
…..অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী
এস এম সোহেল
চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকালে চাঁদপুর মডেল থানার ২য় তলায় সম্মেলন কক্ষে ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেন, আপনাদের সহায়তা নিয়ে আমরা পুলিশ কাজ করি। ৫ আগস্ট দেশের বিভিন্ন থানায় হামলা ও পুলিশ আহত-নিহত হয়েছে। কিন্তু চাঁদপুরে কিছুই হয়নি। আপনারা পাহারা দিয়েছেন বলে কোনো থানার কোন ক্ষতিসাধন হয়নি। আমারা আপনাদের নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করতে চাই। তাছাড়া আমরা আপনাদের সহযোগিতা নিয়ে চাঁদপুর শহরকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করবো।
তিনি আরো বলেন, সড়কে হাট-বাজার ও রাস্তা-ঘাটগুলো পৌরসভার বা জেলা পরিষদের। বিভিন্ন এলাকায় রাস্তার পাশে অবৈধভাবে দখল করে স্থাপনা তুলে রেখেছে। এর জন্য রাস্তাগুলো সরু হয়েছে গেছে। যার ফলে রাস্তাগুলোতে প্রতিনিয়ত যানযট লেগে রয়েছে। রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যানবাহন চলাচলে স্বাভাবিক করার দায়িত্ব পৌরসভার বা জেলা পরিষদের। আমাদের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করবো।
তিনি বলন, চাঁদপুর শহরের সবচেয়ে বড় ব্যাধী হলো মাদক ও কিশোর গ্যাং। আমাদের উচিত আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে তার খোঁজ রাখা। সন্ধ্যার পর আপনার সন্তানদের ঘরের বাইরে নামতে দিবেন না। মাদকের বিরুদ্ধ আমাকে সরাসরি জানাবেন, আমি কথা দিচ্ছি আপনার পরিচয় গোপন রেখে আমি নিজে অভিযান করবো। আমার সন্তান সন্ধ্যায় কোথায় যায় কার সাথে মিশে তার খোঁজ অবশ্যই রাখতে হবে। কিশোর গ্যাং দমনে আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া সভার শুরুতে স্বাগত বক্তব্যে বলেন, নভেম্বর মাসে কিশোর গ্যাং এর মামলা হয়েছে ৩টি, মাদক মামলা হয়েছে ১৮টি। আটক করা হয়েছে ২৫ জনকে। উদ্ধার করা হয়েছে ৩০০ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ গাঁজা। ডিসেম্বর মাদক মামলা হয়েছে ১৩টি। উদ্ধার করা হয়েছে ৪২৫পিচ ইয়াবা। কিশোর গ্যাং বিষয়ে মামলা হয়েছে ২টি।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক হামিদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা তাঁতী দলের সহ-সভাপতি মজিবুর রহমান লিটন, বিএনপি নেতা দ্বীন মোহাম্মদ জিল্লু, মজিবুর রহমান সুমন মস্তান, শাহ মো. জাহাঙ্গির আলম, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজী, সাংবাদিক সেলিম রেজা, সাহাদাত হোসেন খান, নুরুজ্জামান কালু, ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল সাত্তার মিয়াজি, জামায়াত নেতা মুকবুল ইসলাম মাস্টার।
৩০ ডিসেম্বর, ২০২৪।