মশিউর রহমান
চাঁদপুর সেচ প্রকল্প ফরিদগঞ্জের রমুর খালের শাখা সরেজমিন পরিদর্শন করেছেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। রোববার (১২ জানুয়ারি) বিকেলে তিনি উপজেলার রুপসা পূর্ব মাথায় রুপসা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রমুর খালের শাখা খালের ইরিগেশন পানি চলাচলের জন্য খাল খনন কার্যক্রম সরজমিন পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী আবরার হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও ডাকাতিয়া নদী সিআইপি খাল খনন সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. আলমগীর হোসেন (দুলাল), কমিটির সদস্য রহিমা আক্তার কলি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক কামরুজ্জামান ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, রুপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম হোসেন নোবেল, সাংবাদিক জাহিদুল ইসলাম ভূঁইয়া, সমাজসেবক আফছার আহম্মদ মিজি, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউছুপ মিজি, তাজুল ইসলাম, কৃষক প্রতিনিধিসহ শতাধিক কৃষক।
ইউএনও সুলতানা রাজিয়া রুপসা বাজারের ময়লা আবর্জনা খালে না ফেলার জন্য নির্দেশ প্রদান করেন। এ বিষয়ে বাজার ব্যবসায়ী কমিটির সভাপতিকে মাইকিং করে ও সভা ডেকে ব্যবসায়ীরা সচেতন করার পরামর্শ দেন।
এলাকায় ঘুরে ঘুরে খাল দখল ও ভরাট হয়ে যাওয়ার দৃশ্য ইউএনও সুলতানা রাজিয়া দেখেন।
খালে ময়লা-আবর্জনা দেখে দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের সবার সচেতন না হলে অচিরের খাল ভরাট হয়ে যাবে। এতে করে কৃষি ফসলের উৎপাদন কমে যাবে ও পরিবেশ বিপর্যয় ঘটবে। তিনি এলাকার সচেতন মহল সেচ প্রকল্পভুক্ত সকল পর্যায়ের লোকজনকে নিয়ে পরামর্শকমূলক সভা আয়োজনের পরামর্শ দেন। তাহলে কৃত্রিম সৃষ্ট বিপর্যয় থেকে আমাদের উত্তরণ সম্ভব হবে।
এছাড়া তিনি রুপসা-কবি রুপসা খালপাড়ের নতুন রাস্তা ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের আশ্বাস দেন।
১৩ জানুয়ারি, ২০২৫।