কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

কচুয়া ব্যুরো
মাহে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্বাভাবিক রাখার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার সাচার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।
ভোক্তাধিকার আইন লংঘনের দায়ে ২টি মিষ্টি দোকানী ও ১ মুদি ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দন্ড প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হলো- সমীর ঘোষের মিষ্টি দোকান ৫ হাজার টাকা, মহসিনের মিষ্টি দোকান ৫ হাজার ও মুদি দোকানী বিল্লাল হোসেনকে ৩ হাজার টাকা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকতা জহিরুল ইসলাম, সাচার ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইমাম হোসেন, উপজেলা স্যানিটরী ইন্সপেক্টর আহসান উল্লাহ, সাচার বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক জিয়া উদ্দিন মজুমদারসহ আইনশৃঙ্খলার দায়িত্ব পালনকারী পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

০৯ মার্চ, ২০২৫।