কচুয়ায় পিকআপ ভ্যানের চাপায় ৫ম শ্রেণির শিক্ষার্থী নিহত

আহসান হাবীব সুমন
কচুয়ায় পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল মো. রাফি (১১) নামের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর। শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার কাদলা ইউনিয়নের গুলবাহার-মেঘদাইর সড়কের ইয়াকুব মিজি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
এসময় তাওহীদুল নামে আরেক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত রাফি কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের মিজান মাস্টার বাড়ির মকবুল হোসেনের ছেলে।
এ ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক পিকআপটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে। পরে পিকআপ ভ্যানটি কচুয়া থানার পুলিশের কাছে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পিকআপটি গুলবাহার থেকে মেঘদাইর দিকে দ্রুতগতিতে যাচ্ছিল। অপরদিকে রাফি তার বন্ধু তাওহীদুলকে সাইকেলের পিছনে বসিয়ে গুলবাহারের দিকে আসছিল। ইয়াকুব মিজি বাড়ির সামনে আসলে বিপরীত দিক থেকে আসা পিকআপটি রাফিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। চালক পালিয়ে গেছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৩ মার্চ, ২০২৫।