বর্ণিল আয়োজনে চাঁদপুর প্রেসক্লাবে বৈশাখ উদযাপন

স্টাফ রিপোর্টার
বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর প্রেসক্লাবে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। গত সোমবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, বাঙালি জাতির সংস্কৃতি পহেলা বৈশাখ। এই সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে আমাদের তা ধারণ ও লালন করতে হবে। সাংবাদিকরা সংস্কৃতিকে গবেষণা করে প্রচার করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।
চাঁদপুর প্রেসক্লাবের বর্ষবরণ অনুষ্ঠানে প্রেসক্লাব সদস্যদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে অতিথিরা ও প্রেসক্লাব সদস্যদের পরিবার গ্রামীণ বাঙালি খাবার পরিবেশনে অংশ নেন।
এদিকে পয়লা বৈশাখে শুধু চাঁদপুরে বড় ধরনের র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য র‌্যালির বের হয়। এছাড়া চাঁদপুর প্রেসক্লাব ডাকাতিয়ার পাড়ে ঘুড়ি উৎসব, লোকজ গান, হা-ডু-ডু খেলাসহ গ্রামীণ খেলাধুলা ও নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন করে।

১৬ এপ্রিল, ২০২৫।