আগামির বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, স্মার্ট ও তরুণ প্রজন্মের
…………শেখ ফরিদ আহমেদ মানিক
এস এম সোহেল
বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানিয়ে চাঁদপুরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। গত সোমবার ও গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পুরো আয়োজন ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর। শোভাযাত্রায় অংশ নেয় চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, যারা আলাদা আলাদা ব্যানার, ফেস্টুন ও বাঙালি সংস্কৃতির নানা ঐতিহ্যবাহী উপকরণ নিয়ে অংশগ্রহণ করে।
শোভাযাত্রা শেষে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের পরিচালনায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামি দিনের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, তরুণ প্রজন্মের বাংলাদেশ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই প্রত্যাশায় আমরা বাংলা নতুন বছরে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহাজাহান, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক শাহজালাল মিশন, আফজাল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, ছাত্র সম্পাদক আক্তার হোসেন সাগর, শ্রম সম্পাদক নজরুল ইসলাম বাদল, প্রশিক্ষণ সম্পাদক এনায়েত উল্যা খোকন, তথ্য ও গবেষণা সম্পাদক প্রফেসর জাকির হোসেন, অর্থনৈতিক সম্পাদক শাহজালাল শেখ, তাঁতী সম্পাদক হুমায়ুন কবির হুমা, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন খান আকাশ, মানিকুর রহমান মানিক, ফয়সাল আহমেদ বাহার, সহ-দফতর সম্পাদক শরীফ আহমেদ খান, সহ-যুব বিষয়ক সম্পাদক দ্বীন মো. জিল্লু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ইমাম হোসেন মিয়াজী, কার্যকরী কমিটির মাহবুবুর রহমান শাহীন, ফরিদ বেপারী, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এবারই প্রথম চাঁদপুরে জেলা বিএনপির পক্ষ থেকে জাঁকজমকপূর্ণভাবে বৈশাখী শোভাযাত্রা এবং তিনদিনব্যাপী গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষও অংশ নেয়।
বাংলা বর্ষবরণ উৎসব উদযাপনে জেলা বিএনপি কর্তৃক ৩ দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো- পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) সোমবার সকাল ৮টায় বৈশাখী শোভাযাত্রা। বিকেল ৩টায় পুরাণ বাজার মদুসুধন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের অংশগ্রহণে হা-ডু-ডু খেলা। বিকেল সাড়ে ৩টায় একই মাঠে অনুষ্ঠিত হয়েছে লং জাম্প প্রতিযোগিতা। বিকেল সোয়া ৪টায় নতুন বাজার একাদশ ও পুরান বাজার একাদশ অংশগহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (বৈশাখের দ্বিতীয় দিন ১৫ এপ্রিল) বিকেল ৩টায় অঙ্গীকারের লেকে অনুষ্ঠিত হয়েছে সাঁতার প্রতিযোগিতা। বিকেল ৪টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে নারীদের পাতিল ভাঙ্গা ও বালিশ বা কুশন খেলা। সবশেষে বিকেল ৫টায় সবচেয়ে আকর্ষণীয় চাঁদপুর সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দঁড়ি টানাটানি খেলা।
আজ বুধবার (বৈশাখের তৃতীয় দিন ১৬ এপ্রিল) বিকেল ৩টায় অঙ্গীকারের লেকে অনুষ্ঠিত হবে কলেজ পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা। স্কুল পর্যায়ে মেয়েদের অংশগ্রহণে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে সুঁইসুতো গাঁথা খেলা। একই মাঠে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে মেয়েদের দড়িলাফ খেলা। বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে মেয়েদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা। ছেলেদের দৌড় প্রতিযোগিতা একই মাঠে অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৫টায়।
এছাড়া হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখের তৃতীয় দিন ১৬ এপ্রিল সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৯ টায় অনুষ্ঠিত হবে র্যাফেল ড্র অনুষ্ঠান।
এ ধরনের উৎসবমুখর আয়োজন জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ জনগণও এই আয়োজনকে স্বাগত জানান।
জেলা বিএনপির নেতারা জানান, সংস্কৃতি আমাদের অস্তিত্বের অংশ, আর সেই বাঙালিয়ানার চর্চা করাই তাদের এই আয়োজনের মূল লক্ষ্য।
১৬ এপ্রিল, ২০২৫।