স্টাফ রিপোর্টার :
চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা গতকাল সন্ধা ৭টায় মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম রোডের দিলওয়ার ওয়েলমিলের সামনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো, আফজাল হোসেন। ১১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি তাফাজ্জল হোসেন কণা পাটোওয়ারীর সভাপতিত্বে ও চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (সিপিআই) মো. হারুনুর রশীদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশের সিনিয়র সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর মাইনুল ইসলাম পাটোওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. আবু পাটোওয়ারী, সমাজসেবক জলকাদের ভূঁইয়া, আবুল বাশার রাড়ী, চাঁদপুর ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক খোরশেদ হাওলাদার, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি জামাল আহমেদ আখন্দ, আমরা মুক্তিযুদ্ধের সন্তান চাঁদপুর শহর কমিটির সভাপতি মাইনুদ্দিন আরিফ সুমন, মুন্না তালুকদার, নিবির আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড কমিউটি পুলিশের কমিটি থাকলেও এর কার্যক্রম বিকশিত না হওয়ায় আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সবার সহযোগিতায় তা পূনরায় সাজাতে চাচ্ছি। এ ব্যাপারে এলাকার সর্বশ্রেণির মানুষের সহযেগিতা প্রয়োজন। আমরা চাচ্ছি প্রত্যেক জায়গায় শক্তিশালী কমিউনিটি পুলিশ গঠনের মাধ্যমে এলাকাকে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং থেকে শুরু করে সমাজের সব ধরনের অপরাধ নির্মূল করতে। এ ব্যাপারে এলাকার সচেতন মানুষের সহযোগিতা পাবো বলে আমি মনে করি।