নেতৃত্বের জন্য দলে বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি করা যাবে না : এমএ মতিন
হাজীগঞ্জ ব্যুরো :
হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য এমএ মতিন।
তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি জন ও গণমানুষের দল। দেশের আপামর জনাসাধারণ বিএনপিকে ভোট দিয়ে বার বার ক্ষমতায় এনেছে। এ জনগণ ক্ষমতার উৎস। কিন্তু বর্তমান সরকার সেই জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় টিকে আছে। তারা আগামি নির্বাচনেও একইভাবে ক্ষমতা যেতে চায়। সরকারের সেই স্বপ্ন পূরণ হবে না, জনগণ হতে দেবে না।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি বৃহৎ রাজনৈতিক দল। এখানে নেতৃত্বের লড়াই থাকবে, নেতাকর্মীদের মাঝে মান-অভিমান থাকবে। তাই বলে দলে বিভেদ সৃষ্টি ও প্রতিহিংসার রাজনীতি করা যাবে না। যারা দূরে থাকবে, তাদের কাছে টেনে আনতে হবে। দলের চেইন অব কমান্ড মানতে হবে। সিনিয়র নেতৃবৃন্দকে সম্মান দিয়ে চলতে হবে। দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। যদি আমরা তা করতে পারি, তাহলে দল সাংগঠনিকভাবে শক্তিশালি হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক ড. আলমগীর কবির পাটওয়ারীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. মনির খানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দিলদার হোসেন কিসলু, আমিনুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আলহাজ আবু বকর সিদ্দিক, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাকিলা ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, কালচোঁ উত্তর ইউনিয়নের সভাপতি জামাল মেলেটারী, বড়কুল পূর্ব ইউনিয়নের সভাপতি শহিদ পাটওয়ারী, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের সভাপতি আবুল বাশার, হাটিলা পূর্ব ইউনিয়নের সভাপতি মনির হোসেন প্রমুখ।
এ সময় ১২টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আকবর হোসেন মৃধা, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল আউয়াল সর্দার, যুগ্ম-আহ্বায়ক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান সোহেল, সদস্য সচিব জিসান আহমেদ সিদ্দিকী, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হান্নান তালুকদার।
- Home
- প্রথম পাতা
- হাজীগঞ্জ বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় সভা