ব্র্যান্ডিং ও পর্যটন উন্নয়ন বিষয়ক সভায় পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ব্র্যান্ডিং জেলা হিসেবে চাঁদপুরের সুনাম রয়েছে

এস এম সোহেল :
চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ও পর্যটন উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের মধ্যে চাঁদপুর ব্র্যান্ডিং অন্যতম। এখানে ব্র্যান্ডিং কার্যক্রমটি যেভাবে সাজানো হয়েছে, তা খবুই চমৎকার। এটাকে আরো কিভাবে সাজানো যায়, তার ব্যবস্থা করা হবে। চাঁদপুরকে নিয়ে যে ডকুমেন্টটরি করা হয়েছে তা আমার খুব ভালো লেগেছে। এছাড়া চাঁদপুর ব্র্যান্ডিংটি দেশও দেশের বাইরে সুনাম অর্জন করেছে। আমরা সবাই মিলে মিশে, বসে আলোচনা করবো কিভাবে চাঁদপুরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা যায়।
তিনি আরো বলেন, সম্ভব হলে পর্যটনমন্ত্রী, রেলমন্ত্রী, ভূমিমন্ত্রী, পানিসম্পদমন্ত্রীদের আহ্বান করবো চাঁদপুরে আসার জন্য। আমি তাদের আমার পক্ষ থেকে অনুরোধ জানাবো। এটি একটি বড় সিদ্ধান্ত। হুট-হাট করে কিছু করা যাবে না। এখানে সবাইকে নিয়ে খুব বড় একটি সভা বা মতবিনিময় করতে হবে। স্বপ্ন পূরণে যাতে বিলম্ব না হয় সেই কাজটি করতে হবে। আমি চেষ্টা করবো সবাইকে নিয়ে অবিলম্বে এখানে কিছু করার। যে কোন প্রজেক্ট শুরু করতে সময় লাগে। বড়স্টেশন যে প্রজেক্ট রয়েছে, সেখানে কিছু করা সম্ভব।
জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতি মন্ত্রণালয়ের আওয়াতাধীন প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. আলতাফ হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজন কুমান দাস, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন, সাবেক সভাপতি বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ ইসলাম, জেলা কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।