মতলব দক্ষিণ ব্যুরো :
মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভারতের ত্রিপুরা বিশ^বিদ্যালয়ের আমন্ত্রণে ২ দিনব্যাপী সেমিনারে যোগদান এবং ত্রিপুরা রাজ্যপাল, স্পিকার, বাংলাদেশ মিশন ও মুক্তিযুদ্ধের স্মৃতিসমূহ পরিদর্শনকালে দ্বিপাক্ষিক মতবিনিময় করে দেশে ফিরে আসা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদকে সংবর্ধনা প্রদান করা হবে। এছাড়াও সংবর্ধনা প্রদান করা হবে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মহসিন পাঠান, মৃনাল কান্তী সাহাকেও সংবর্ধিত করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সবার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধা মো. শহিদ উল্যাহ ছায়েদ।
- Home
- প্রথম পাতা
- আজ মতলব মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সংবর্ধনা