নৌকা আর শেখ হাসিনার বাইরে কোনো কথা নাই চাঁদপুর ও হাইমচরে ত্রাণ বিতরণকালে সুজিত রায় নন্দী


স্টাফ রিপোর্টার :
মানবতার পাশে মানবতার মা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার নদী ভাংতি এবং দুঃস্থ ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী এবং হাইমচরের চর এলাকার মসজিদ-মাদ্রাসার জন্য ৩৬টি সোলার সিস্টেম বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ। কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী এসব ত্রাণ সামগ্রী ও মসজিদ-মাদরাসার জন্য সোলার সিস্টেম বিতরণের ব্যবস্থা করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ২০ কেজি চাল, ১ কেজি করে ডাল, চিনি, লবণ এবং ২ লিটার সয়াবিন তেল।
জেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে সুজিত রায় নন্দী গত মঙ্গলবার সকাল ১০ হতে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেঘনা নদীর পশ্চিমের চরাঞ্চলে অবস্থান করে পর্যায়ক্রমে নদী ভাংতি পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী এবং মসজিদ-মাদরাসার জন্য সোলার সিস্টেম (জাপানের জাইকা থেকে প্রেরিত) বিতরণ করেন। এ উপলক্ষে প্রথমে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীপুর ইউনিয়নের ঈদগাহ বাজারে, এরপর হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালায় ও মাঝেরচর এবং হাইমচর সদর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে পৃথক আলোচনা সভা ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধু আমাদেরই নেত্রী নন, বিশে^র কাছে এখন তিনি মানবতার নেত্রী। অসহায় রোহিঙ্গদের পাশে দাঁড়িয়ে বিশ^ব্যাপী প্রশংসিত হয়ে তিনি ‘মাদার অব হিউমেনিটি’ উপাধি পেয়েছেন। গরিবদের জন্য তিনি কাঁদেন। তাই চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার নদী ভাংতি অসহায় মানুষগুলোর জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন। অবহেলিত হাইমচর আজ আলোকিত হাইমচরে পরিণত হয়েছে। সাড়ে ৩শ’ কোটি টাকা ব্যয়ে নদী ভাঙন রোধ করা হয়েছে। হরিণা ফেরিঘাট ও চরভৈরবী কাটাখাল এলাকার ভাঙন রক্ষায় আরো ১৯০ কোটি টাকার কাজ হবে। ঈদগাহ বাজার হতে ঈশানবালা এলাকার জন্য ৫ কোটি টাকার প্রকল্প প্রক্রিয়াধীন। পানিসম্পদমন্ত্রীর সাথে এবং চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারের সাথে আমার কথা হয়েছে চরাঞ্চলের ভাঙনরোধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এখানকার স্কুলসমূহকে দশম শ্রেণিতে উন্নীত করা হবে। পরবর্তীতে স্কুল এন্ড কলেজ করার উদ্যোগ নেয়া হবে। এ জন্য আপনাদের কি করতে হবে, আবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। নৌকা আর শেখ হাসিনার বাইরে আর কোনো কথা নাই।
বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ত্রাণ সামগ্রী এবং সোলার সিস্টেম বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আব্দুর রব ভূঁইয়া এবং সাবেক উপদেষ্টা আব্দুর রশিদ সর্দার।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন বাচ্চু পাটওয়ারী, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এমএ হাসান লিটন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা ফেরদাউস মোর্শেদ জুয়েল, অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না।
ইব্রাহীমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আঃ মান্নান গাজী মনা মেম্বারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মনির হোসেনের পরিচারনায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ি মানিক বালা, ইমান হাওলাদার, আঃ কাদির মাস্টার।
হাইমচর উপজেলার চরঞ্চলের অনুষ্ঠানে উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আ.লীগের সভাপতি আ. মোতালেব জমাদার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগ, হাইমচর ইউনিয়ন আ.লীগের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আ. হক মেম্বার, কাজল ছৈয়াল, দুলাল বেপারী, দুলাল মাহমুদ, ফারুক মোল্লা, জুলফিকার আরী সরকার, সউদ আল নাছের প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের সভাপতি ইঞ্জিঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সুজন সরকার, জেলা হকার্স লীগের সভাপতি বিপুল মজুমদার জয়, আওয়ামী লীগ নেতা সমির চন্দ্র দে, তিমির নাহা, লিটন, যুবলীগ নেতা মোক্তার হোসেন, রাসেল খান, জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমজাদ খানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী এবং এলাকাবাসী।