স্টাফ রিপোর্টার :
চাঁদপুর শহরের বাসা বাড়িতে জোর করে চাপিয়ে দেয়া প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধনে জনতার ঢল নামে। গত ২৩ নভেম্বর বিকাল ৩টায় শহরেরর শপথ চত্বর (বাইতুল আমিন মসজিদের সামনে) মানববন্ধন সফল করতে বিভিন্ন স্থান থেকে মিছিল এসে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার ও ক্যাব সদস্য শাহজাহান চোকদার। তিনি বলেন, আমরা চাঁদপুরের সাধারণ জনগণ। জনগণের স্বার্থ নিয়েই সরকারের কাজ। সেই জনগণের পক্ষ থেকে আমরা বলছি, আমরা প্রি-পেইড মিটার চাই না। কারণ এই মিটারে মানুষের ভোগান্তি ছাড়া কোন সুবিধা নেই। তাই জনগণ এই প্রি-পেইড মিটারের পক্ষে না।
চাঁদপুর জেলা বস্ত্র সমিতির সভাপতি সৈয়দ বাবুল বলেন, জোর করে মানুষের বাসা বাড়িতে প্রি-পেইড মিটার লাগাচ্ছে বিদ্যুৎ বিভাগের লোকজন। কাউকেই তোয়াক্কা করছেন না। কোন ঘোষণা ছাড়াই, সরকারের কোন নীতিমালা ছাড়াই যখন যেভাবে পারছে প্রি-পেইড মিটার সংযোগ দিচ্ছে। এই সংযোগ মানুষের ভোগান্তি ছাড়া কিছুই না। ডিজিটাল মিটারের তুলনায় দ্বিগুণ বিল, তারপরেও ২ হাজার টাকা লোড করলে ১৩ শ’ টাকার বিদ্যুৎ ব্যবহার করা যায়। সারা চাঁদপুরের আপনাদের কেন্দ্র ১টা। সাধারণ মানুষজনকে কি আপনাদের কর্মচারী মনে করেন। জনগণ তাদের ভালো-মন্দ বুঝে। আমরা প্রি-পেইড মিটার চাই না।
উল্লেখ্য, মানববন্ধনের আগে চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর জনগণের ভোগান্তি লাঘবে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমান।
মো. মেহেদী হাসান ও নাজমুল হাসান বাঁধনের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন হাসান আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, সাংবাদিক ডা. শেখ মহসিন, ব্যবসায়ী বিল্লাল হোসেন, ফজলুর রহমান ফজলু, জনগণের পক্ষে চাঁদপুর পুরাণবাজারের রশিদ মাঝি, শাহজাহান মাতাব্বর, আঃ রশিদ সর্দার প্রমুখ।
বক্তারা বলেন, সরকার সবসময় জনগণের কথা বলে। তাই আজ আমরা সেই জনগণ বলছি, আমরা প্রি-পেইড মিটার চাই না। চাঁদপুরে প্রি-পেইড মিটার বন্ধ না হলে অবিলম্বে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করবে চাঁদপুরের সাধারণ জনগণ।
আরাফাত, মেহেদী হাসান, বাদশা ফাহাদ, ইমু, মাইনু, আবু, সুমন, আল-আমিনের সার্বিক সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন পৌর সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা রহমান, নাগরিক সংস্থার সোহেল মোল্লা, আবু ছৈয়দসহ চাঁদপুর জেলার সর্বস্তরের জনগণ।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন