১৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের সমন্বয় সভা শেখ ফরিদ আহমেদ মানিক আ.লীগ সরকারের অধীনে কোন শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়


স্টাফ রিপোর্টার :
চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় শহরের মেথা রোডস্থ মুনিরা ভবনে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার একটি খুনি সরকার। শেখ হাসিনা প্রকাশ্যে বলছে ইউরোপ আমেরিকায় নাকি প্রতি বছর দুই আড়াই লাখ গুম হচ্ছে। বাংলাদেশে নাকি এর চাইতে আনেক কম গুম হচ্ছে। একজন রাষ্ট্রপ্রধানের মুখে কি এমন কথা শোভা পায়। এ সরকার একটি সন্ত্রাসী সরকার। সন্ত্রাস করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়।
তিনি আরো বলেন, বিএনপিকে কোনঠাসা করতে সাংগঠনিক কার্যক্রমে বাধা প্রদান করছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকার নীলনকশা আকছে। পুনরায় অবৈধ ভাবে ক্ষমতায় আসতে তারা নতুন পাঁয়তারা শুরু করেছে। এ সরকারের অধীনে কোন শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়।
১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করীম মানিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম উল্যাহ সেলিম।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, ফেরদাউস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম সেলিম খান, সাধারণ সম্পাদক এড. হারুনুর রশীদ, জেলা যুবদলের সভাপতি শাহাজালাল মিশন, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক দ্বীন মো. জিল্লু, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ পলাশ, শাহাজালাল শেখ, কোষাধ্যক্ষ কাইয়ুম খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ বাহার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা অ্যাড. শিরীন সুলতানা মুক্তা, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহানুর বেপারী শানু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, মোস্তফা বন্দুকসী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেরাজ চোকদার, যুগ্ম-আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহিন আক্তার শানু, সাধারণ সম্পাদিকা নাছরিন আক্তার, পৌর মহিলা দলের সভানেত্রী জোহরা আনোয়ার হীরা, সাধারণ সম্পাদিকা নাহিদা সুলতানা সেতু, পৌর ছাত্রদলের আহ্বায়ক ঈসমাইল পাটওয়ারী, ১৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক গাজী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সব ওয়ার্ডের সভাপতিবৃন্দ।