হাজীগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মো. লিটন খাঁন (৩৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত ২২ নভেম্বর রাতে পৌরসভাধীন টোরাগড় গ্রাম থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজীগঞ্জ থানায় ৩ জনকে আসামি করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আটক মো. লিটন খাঁন পৌরসভাধীন টোরাগড় গ্রামের আলী আরশাদের ছেলে। গত বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর দুই আসামি হলো- একই গ্রামের মৃত আ. রহিমের ছেলে মো. রফিকুল ইসলাম (৪৫) ও বাদশা মিয়ার ছেলে সুজন (২৭)। অভিযান চলাকালীন সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. ফখরুল ইসলাম হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় টোরাগর গাইন বাড়ির রফিকের বাসা ও মিজি বাড়ির রাস্তায় পারভীনের ছেলে সুজনের বাসা থেকে পৃথক ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটন খাঁনকে আটক করা হয়। অভিযান চলাকালীন সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রফিক ও সুজন পালিয়ে যায়।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ফখরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। সুজনের বাসায় থাকা খেলনা পুতুলের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮শ’ পিস ইয়াবাসহ মোট ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং একজনকে আটক করি।